এই পৃথিবীর একমাত্র সতী নারী হলো আপনার আমার গর্ভধারিণী মা
এই পৃথিবীর একমাত্র সতী নরী হলো আপনার আমার গর্ভধারিণী মা লেখক: নিতাই বাবু ব্লগ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক গোদানাইল, নারায়ণগঞ্জ সহযোগিতায়— চার্টজিপিটি ওপেনএআই ভূমিকা “সতিত্ব” শব্দটি শুধু নারীত্বের নয়, মানবতার এক গৌরবময় মাপকাঠি। কিন্তু সমাজ ও ইতিহাস নারীর সতীত্বকে এমনভাবে ব্যাখ্যা করেছে, যা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির ছায়া বহন করে। এই প্রেক্ষাপটে ‘সতী নারী’ বলতে আমরা কী বুঝি? কিংবা কাকে ‘সতী’ বলা উচিত? পৌরাণিক কাহিনি, সামাজিক রীতিনীতি আর ব্যক্তি অভিজ্ঞতার আলোকে এই প্রশ্নের উত্তর খোঁজা গেলে দেখা যাবে—এ পৃথিবীতে যদি সত্যিকার কোনো সতী নারী থেকে থাকেন, তবে তিনি হলেন আমাদের মা । সেই মা যিনি নিঃস্বার্থ ভালোবাসা, আত্মত্যাগ, রুদ্ধঘরে কষ্ট লুকিয়ে সন্তানকে আগলে রাখার অন্য নাম। এই লেখায় আমরা বিশ্লেষণ করব, কেন 'মা'-ই সতীত্বের সর্বোচ্চ প্রতীক, আর কেন তিনি ব্যতিক্রমহীনভাবে আমাদের সকলের শ্রেষ্ঠতম "সতী নারী"। মূল লেখা সতীত্বের প্রচলিত ধারণা ও তার সংকীর্ণতা সতীত্ব শব্দট...