পোস্টগুলি

হাতির-মাথা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গণেশের আসল মাথা ও হাতির দেহটা কোথায় এবং কীভাবে পূজিত হচ্ছে?

ছবি
🔱 গণেশের আসল মাথা ও হাতির দেহ কোথায় এবং কীভাবে পূজিত হচ্ছে? ✍️ আমি  একজন সনাতন ধর্মাবলম্বী হিন্দু ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা-বাবা, ভাই-বোন, কাকা-কাকী, মামা-মামী-সহ হিন্দু সমাজের সকলেই ধর্মীয় নিয়মনীতি মেনে বিভিন্ন দেবদেবীর পূজার্চনা করে আসছে। নিজেও নিজের এলাকায় প্রতিবছর অনুষ্ঠিত হওয়া প্রায় সব কয়টা পূজায় অংশগ্রহণ করে ভক্তিভরে পালন করি। সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করি আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে জাঁকজমকপূর্ণ দূর্গা পূজায় । প্রতিবছর পহেলা বৈশাখ ের দিনটি শুরু করি গণেশ পূজা করে। বাংলা নববর্ষের এই দিনে দেবতা গণেশের পূজা করার সময় নিজে নিজেকে প্রশ্ন করি — “আচ্ছা, এই দেবতা গণেশের হাতির মাথা কেন? আর তাঁর আসল মাথাটা কোথায়? সেই হাতির দেহটাই বা কোথায় গেল?” পুরোহিতদেরও প্রশ্ন করেছি, কিন্তু পরিপূর্ণ উত্তর পাইনি। তাই নিজেই শিব পুরাণ ঘেঁটে খুঁজে পেলাম এই রহস্যময় কাহিনির কিছু অংশ। আর আমার বড় দাদার (বর্তমানে স্বর্গীয়) মুখে শোনা কিছু অলৌকিক তথ্য মিলিয়ে আপনাদের সামনে তুলে ধরছি — 🔱 গণেশের জন্ম ও মাথা বিচ্ছিন্ন হওয়ার ...