পোস্টগুলি

সোনালী আঁশ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নারায়ণগঞ্জ সিটি ১০ নং ওয়ার্ড: গোদনাইল ও এক জ্যান্ত পাটশিল্প

ছবি
নারায়ণগঞ্জ সিটি ১০ নং ওয়ার্ড: গোদনাইল ও এক জ্যান্ত পাটশিল্প এই এলাকাটি নারায়ণগঞ্জ সিটি থেকে ৪.৪ কিমি: উত্তরে সিদ্ধিরগঞ্জ থানাধীন। বর্তমানে এই গোদনাইলে গড়ে উঠেছে যত্রতত্র বহু শিল্প প্রতিষ্ঠান। এসবের মধ্যে রয়েছে রপ্তানিমুখী নীট গার্মেন্ট, ডাইং ইন্ডাস্ট্রিজ, রি-রোলিং মিলস্। কোন একসময়ের এশিয়া মহাদেশের বিখ্যাত চার-পাঁচটি টেক্সটাইল মিলস্ও ছিল এখানে। সাথে আছে বহু পাট রপ্তানিকারক প্রতিষ্ঠান, এই পাট নারায়ণগঞ্জকে এনে দিয়েছিল প্রাচ্যের ডান্ডি উপাধি। আগে নারায়ণগঞ্জে যেখানেসেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যেত বিশাল বিশাল পাটের গোডাউন, দেখা যেত পাটকে বেলিং করার মতো জুটপ্রেস। সারা বাংলাদেশে চট্টগ্রামের পর নারায়ণগঞ্জ ছিল দেশের দ্বিতীয় বাণিজ্যিক শহর। এখনো এই নারায়ণগঞ্জে সূতা ও রং-এর জন্য সারাদেশে সুখ্যাতি বহাল আছে। বাংলাদেশের যেখানেই টেক্সটাইল মিল আর ডাইং ইন্ডাস্ট্রিজ থাকুক-না-কেন, সূতা রং নারায়ণগঞ্জ থেকেই নিতে হবে, এছাড়া আর উপায় নাই। যদিও কালের বিবর্তনের ফলে বস্ত্রশিল্পের বিলুপ্তি ঘটেছে, রয়ে গেছে কিছু সংখ্যক পাট বেলিং জুটপ্রেস। এমন একটি জুটপ্রেসের সাথে আমার সম্পৃক্ততা অনেক বছর থে...