পোস্টগুলি

শিল্প-ইতিহাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আদমজী জুট মিলের ইতিহাস ও বর্তমান আদমজী ইপিজেড

ছবি
আদমজী জুট মিলের ইতিহাস ও বর্তমান আদমজী ইপিজেড ভূমিকা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে আদমজী জুট মিল এক উজ্জ্বল অধ্যায়ের নাম। এক সময়ের বিশ্বের সর্ববৃহৎ পাটকল, আদমজী ছিল কেবল একটি শিল্প প্রতিষ্ঠান নয়—বরং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। স্বাধীনতার পূর্ব ও পরবর্তী সময়ে শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এই মিলের ভূমিকা ছিল অনন্য। প্রতিষ্ঠার লক্ষ্য: আদমজী পরিবারের উদ্যোগে ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মিল। উদ্দেশ্য ছিল পূর্ব বাংলার পাটকে প্রক্রিয়াজাত করে রপ্তানিযোগ্য পণ্য তৈরি করা এবং এশিয়া মহাদেশে পাটশিল্পে নেতৃত্ব দেওয়া। আদমজী জুট মিল: এক ইতিহাস প্রতিষ্ঠা: ১৯৫০ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুরু: ১৯৫১ সালের ১২ ডিসেম্বর থেকে উৎপাদন প্রথম ইউনিটে ছিল ১৭০০ হেসিয়ান ও ১০০০ সেকিং লুম চাকরি করতেন প্রায় ৩০ হাজার শ্রমিক এশিয়ায় খ্যাতি ও স্বর্ণযুগ ১৯৬০-৭০ এর দশকে আদমজী জুট মিল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পাটকল হিসেবে খ্যাতি অর্জন করে। বৈদেশিক রপ্তানিতে এই মিল একাই আনে কোটি কোটি ডলার। ব্রিটেন, তুরস্ক, জার্মানি, জাপান সহ ব...