নারায়ণগঞ্জের কিছু আঞ্চলিক ভাষার শব্দ


নারায়ণগঞ্জের কিছু আঞ্চলিক ভাষা

বাংলাদেশের ৮টি বিভাগ রয়েছে। ৮টি বিভাগে রয়েছে প্রায় ৬৮ হাজার গ্রাম। এই ৬৮ হাজার গ্রামের মানুষ কিন্তু শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে না। তবে এটা ঠিক যে, তারা শুদ্ধ ভাষা বলতে পারে না— এমন না। অনেকেই পারে, জানে, বোঝে।

তবুও মানুষ সাধারণত যেই অঞ্চলের, সে সেই নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ এই ভাষার মধ্যে লুকিয়ে থাকে তার মাটির টান আর মায়ের ভাষার টান

যেমন— চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। নোয়াখালীর মানুষ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। আবার বরিশালের মানুষ বরিশালের টানে কথা বলে।

যদিও আমার জন্ম নোয়াখালীতে, তবুও আমি নিজেকে নারায়ণগঞ্জের মানুষ বলে দাবি করি। কারণ আমি ছোট থেকে বড় হয়েছি এই নারায়ণগঞ্জ শহরেই। তাই এখন আমি নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলতেই বেশি পছন্দ করি।

বাংলাদেশের কয়েকটি অঞ্চলের আঞ্চলিক ভাষা আমি জানি এবং বলতে পারি। কিন্তু আজ আমি অন্য অঞ্চলের ভাষা নয়, নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার কিছু জনপ্রিয় ও ব্যবহৃত শব্দ আপনাদের সামনে তুলে ধরতে চাই।

তো চলুন, দেরি না করে আমরা শুরু করে দিই এই মাটির গন্ধ মাখা ভাষার ছোট্ট এক ভ্রমণ!


শুদ্ধ বাংলা বনাম আঞ্চলিক ভাষা: নারায়ণগঞ্জের মুখের বুলি – ১০০টি শব্দরূপ

ভাষা হলো জাতির পরিচয়, আর আঞ্চলিক ভাষা হলো সেই জাতির প্রাণের উৎসার। এই তালিকায় আপনি পাবেন নারায়ণগঞ্জ অঞ্চলে প্রচলিত আঞ্চলিক শব্দ এবং তাদের শুদ্ধ বাংলা রূপের পাশাপাশি সরল তুলনা।

সংখ্যা শুদ্ধ শব্দ আঞ্চলিক শব্দ
নারায়ণগঞ্জনানগঞ্জ
এখানেএনো
এদিকএন্দা
ওইদিকহেন্দা
আসেনআহেন
কোনদিককোন্দা
কাঁঠালকাডাল
শোনেনহুনেন
১০শুনছেনহুনছেন
১১শুনবেনহুনবেন
১২যাচ্ছিযাইতাছি
১৩খাচ্ছিখাইতাছি
১৪আসছিআইতাছি
১৫যাবোযামু / যামুনে
১৬এক সময়একসুম
১৭কখনকোনসুম
১৮যেতে হবেযাওন লাগবো
১৯আসতে হবেআওন লাগবো
২০আসবোআমু / আমুনে
২১নদীনদী / গাঙ
২২পাড় হবোপাড় অমু
২৩দেখাতামদেখাইতাম
২৪খাওয়াতামখাওয়াইতাম
২৫শোনাতামশুনাইতাম
২৬শোনাবোশুনামু
২৭দেখাবোদেখামু
২৮দেখবোদেখমু
২৯দিবোদিমু
৩০নিনলন
৩১চলে যানযানগা
৩২আসবেনআইবেন
৩৩পাড় হবোপাড় অমু
৩৪পড়বোপড়মু
৩৫বুঝেছিবুঝছি
৩৬বোঝাবোবুঝামু
৩৭খেয়েছেনখাইছেন
৩৮যাচ্ছেনযাইতাছেন
৩৯আসছেনআইতাছেন
৪০করছেনকরতাছেন
৪১করুনকরেন
৪২ধরুনধরেন
৪৩বাড়ছেবাড়তাছে
৪৪কমছেকমতাছে
৪৫শুনছেহুনতাছে
৪৬শোনাহুনা
৪৭শোনা যায়হুনা যায়
৪৮দিতেদেওন
৪৯এসেছেনআইছেন
৫০রান্নাপাক
৫১কাজকাম
৫২রান্নার কাজপাকের কাম
৫৩কাজকর্মকামকাইজ
৫৪কেটেকুটেকাইট্টাকুইট্টা
৫৫খেটেখুটেখাইট্টাখুট্টা
৫৬কোনরকমকোনমতে
৫৭ভালো লাগে নাভাল্লাগে না
৫৮ভালোভালা
৫৯ভালো লাগেভাল্লাগে
৬০কালোকালা
৬১বিয়েবিয়া
৬২দিয়েদিয়া
৬৩হেলেদুলেহেইল্লাদুইল্লা
৬৪মোটামোডা
৬৫মোটামুটিমোডামুডি
৬৬ঘুমাবোঘুমামু
৬৭ঘুরবোঘুরমু
৬৮ঘোরাবোঘুরামু
৬৯যেভাবেযেম্নে
৭০এভাবেএম্নে
৭১সেভাবেহেম্নে
৭২কীভাবেকেম্নে
৭৩আসেআহে
৭৪আসে নাআহে না
৭৫চাওয়াচাইয়া
৭৬চেয়ে নিতামচাইয়া নিতাম
৭৭থাকেথাহে
৭৮চেয়ে থাকেচাইয়া থাহে
৭৯বলতামকইতাম
৮০মরবো নামরতাম না
৮১মারবোমারমু
৮২পড়াবোপড়ামু
৮৩পড়বোপড়ুম
৮৪কারেন্টকারেন
৮৫মানুষেমাইনষে
৮৯মানুষেরমাইনষের
৯০বলোকও
৯১ওপারেহেপারে
৯২বলছিসকইতাছস
৯৩মারছেমারতাছে
৯৪ঘুরছেঘুরতাছে
৯৫শুনছেহুনতাছে
৯৬ভাবছেভাবতাছে
৯৭কাঁদছেকানতাছে
৯৮কাঁদেকান্দে
৯৯মাঠেমাডে
১০০খেলছেখেলতাছে

আজ এখানেই শেষ করছি।


✍️ লেখক: নিতাই চন্দ্র পাল (নিতাই বাবু)
📚 ভাষাচর্চাকারী ও ব্লগার

🗣️ পাঠকের মন্তব্য আহ্বান: আপনি কী আপনার এলাকায় এমন আঞ্চলিক শব্দ ব্যবহার করেন? নিচে মন্তব্যে লিখে জানান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এই পৃথিবীর একমাত্র সতী নারী হলো আপনার আমার গর্ভধারিণী মা

গাঁজা বা সিদ্ধি: ইতিহাস, উপকার ও ক্ষতি

মা-বাবার আশীর্বাদে মেয়ের বিয়ে ও কিছু অলৌকিক ঘটনা