পোস্টগুলি

পশ্চিমবঙ্গ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভুটানের গুমটু টাউনে ঘুরাঘুরির গল্প

ছবি
  ভারতের জলপাইগুড়ি জেলার বীরপাড়া সংলগ্ন        মাকড়াপাড়া  ঘেঁষা ভুটানের গুমটু সীমান্ত গেইট।  একবার আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ভারত গিয়েছিলাম। সময়টা তখন ১৯৯৩ ইংরেজি ১৪০০ বঙ্গাব্দ। গিয়েছিলাম মস্ত বড় আশা নিয়ে। কিন্তু মনের সেই আশা আর পূরণ হয়নি। খামোখা দেড়বছ নিজের পরিবারবর্গ থেকে বিচ্ছিন্ন থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরেছিলাম। লাভের মধ্যে ভাল হয়েছিল আমার বড়দি'র বাড়ির আশপাশে থাকা ভুটানের কয়েকটা জায়গায় ঘুরতে পেরেছিলাম।  আমার বড়দি'র বাড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বীরপাড়া। বীরপাড়া গিয়েছিলাম, ১৯৯৩ ইং, পহেলা বৈশাখ ১৪০০ বঙ্গাব্দ। বীরপাড়া হলো কোলকাতা থেকে শিলিগুড়ি হয়ে মিজোরাম যাওয়ার পথিমধ্যে।  বীরপাড়া ভুটানের পাহাড় ঘেঁষা চা-বাগানের লীলাভূমি জনবহুল একটা জায়গার নাম। আর আমার বড়দি'র বাড়ি হলো, বীরপাড়া এলাকায় রাবিন্দ্র নগর কলোনি।  কোলকাতা থেকে বড়দি'র বাড়ি বীরপাড়া গিয়েছিলাম খুবই বিপদে পড়ে। এমনই এক বিপদের সম্মুখীন হয়েছিলাম যে, তখন আমার বড়দি'র বাড়িই ছিলো একমাত্র ভরসা।  আশা ভরসার একমাত্র উপায় হলেও  বড়দি'র বাড়ি ছিলো আমার অচেনা। তবে আমার মনে খ...