জীবনের গল্প-২৩
শ্রী নিতাই চন্দ্র পাল (নিতাই বাবু) জীবনের গল্প-২২ শেষাংশ↓↓ কানাইর সাথে যাবার পর-ই নিজ চোখে দেখার ভাগ্য হলো। যেমনটা দেখলাম, কিছুক্ষণ আগে কানাইর বন্ধু প্রদীপদের বাড়িতে আসার পর। জীবনের গল্প-২৩ আরম্ভ↓↓ কানাইর বন্ধু প্রদীপদের বাড়িতে আসার পর যা দেখা গেলো, তা এই ভারতে পা রাখার আগে অনেক শুনেছি। কিন্তু বিশ্বাস করিনি। যা ভারতে আসার পর বিশ্বাস করতে হলো। বাংলাদেশে একজন গরিবের বাড়িতেও যদি কোনও অতিথি আসে তাহলে কতনা সমাদর করে। অতিথির জন্য রাত আর দিনের হিসাব না করে অতিথিকে সমাদর করাটাই বড় বিষয় হয়ে দাড়ায়। আর এখানে রাত হয়েছে বলে যত যন্ত্রণা! কিছু খাও আর না খাও, সকালবেলা চলে যাও! এসব দেখে আমি ভাবছিলাম, যার কাছে যাব, সে যদি এমন করে? তাহলে কোথায় যাব? কানাইর কাছেও ক’দিন থাকব! বড় দিদির বাড়ি গেলে, বড় দিদি যদি আমাকে দেখে বিরক্ত হয়? তাহলে যাবো কোথায়? চাকরি যদি মনোমত না হয়, তাহলে? এমন আরও অনেক অনেক প্রশ্ন নিয়ে একসময় ঘুমিয়ে পড়লাম! একসময় সকাল হল। সময় তখন ভোর ৫টা। সূর্য মামা তখনও উঁকি দেয়নি। আমারা অনে...