হিন্দুধর্মে জাত-পাত ও নানা উপাধি–টাইটেলের ইতিহাস

হিন্দুধর্মে জাত-পাত ও টাইটেলের ইতিহাস | নিতাই বাবু হিন্দুধর্মে জাত-পাত ও টাইটেলের উৎপত্তি হিন্দু সমাজে আজকের যে অসংখ্য জাত-পাত ও উপাধি/টাইটেল দেখা যায়, তা একদিনে হয়নি। বহু শতাব্দীর সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও পেশাভিত্তিক প্রক্রিয়ায় এগুলো তৈরি হয়েছে। এখানে সংক্ষেপে তার ইতিহাস তুলে ধরা হলো। ১. বৈদিক যুগ – বর্ণব্যবস্থা ব্রাহ্মণ – পুরোহিত, শিক্ষক। ক্ষত্রিয় – রাজা, যোদ্ধা। বৈশ্য – কৃষক, বণিক। শূদ্র – শ্রমজীবী, সেবাকারী। প্রথমদিকে বর্ণ ছিল কর্মভিত্তিক , পরে তা জন্মভিত্তিক ও কঠিন ভেদরেখায় পরিণত হয়। ২. রাজবংশ ও উচ্চবর্ণীয় উপাধি চক্রবর্তী – সম্রাট/শাসক শ্রেণীর উপাধি। পাল – পাল রাজবংশ থেকে। সেন – সেন রাজবংশ থেকে। গুপ্ত – গুপ্ত সাম্রাজ্যের শাসক থেকে। রায়, রায়চৌধুরী – জমিদারি পদবী। মুখার্জী, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায় – উপাধ্যায় অর্থে শিক্ষক/পণ্ডিত। ৩. মধ্যবর্ণ ও পেশাভিত্তিক উপাধি কায়স্থ – লিপিকার ও প্রশাসনিক শ্রেণী। বৈদ্য – চিকিৎসক। সাহা – ব্যবসায়ী। ঘোষ, দে, দত্ত – বণিক ও কৃষিজীবী শ্রেণী। মণ্ড...