পোস্টগুলি

মানবিকতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার ধর্ম নিয়ে প্রশ্ন কেন? আমি তো ঈশ্বরের ইচ্ছাতেই জন্ম নিয়েছি

ছবি
  🕉️ আমার ধর্ম নিয়ে প্রশ্ন কেন? আমি তো ঈশ্বরের ইচ্ছাতেই জন্ম নিয়েছি! আমার স্কুলজীবনে, এমনকি প্রাপ্তবয়স্ক হয়েও বহুবার এমন ঘটনার মুখোমুখি হয়েছি — কেউ কেউ আমাকে জোর করে ধর্ম পরিবর্তনের কথা বলেছে । কখনো বন্ধুর ছদ্মবেশে, কখনো হুমকি বা ভয় দেখিয়ে। বলা হয়েছে, “তুমি হিন্দু ধর্মে জন্মালেও এখন আমাদের ধর্মে আসো। নইলে তুমি পথভ্রষ্ট, নরকে যাবে, তোমার মুক্তি নেই।” কিন্তু আমার প্রশ্ন একটাই — যদি আমাদের সবার সৃষ্টিকর্তা একজনই হন , তবে তিনি কেন আমাকে হিন্দু পরিবারে জন্ম দিলেন? কেন আমাকে এই ধর্ম, এই সংস্কৃতি, এই বিশ্বাসের চেতনায় গড়ে তুললেন? আমি যদি আজ ধর্ম ত্যাগ করি, তাহলে সেই সৃষ্টিকর্তার কাছেই বা কী জবাব দেব? 🌼 জন্ম পরিচয় সৃষ্টিকর্তার ইচ্ছা একজন মানুষ তার জন্মস্থানের জন্য দায়ী নয়, যেমন তার ধর্ম বা জাতির জন্যও নয়। জন্ম পরিচয় আসে ঈশ্বরের ইচ্ছা থেকেই। আমি হিন্দু — কারণ ঈশ্বর আমাকে সেই পরিচয়ে পাঠিয়েছেন। সুতরাং এই পরিচয়কে ত্যাগ করা মানে, যেন আমি তাঁর সিদ্ধান্ত অস্বীকার করছি। 🕉️ হিন্দু ধর্ম কি কেবল একটি বিশ্বাস? না, এটি সহিষ্ণুতার দর্শন হিন্দু ধর্ম কখনো কাউকে জোর করে ধর্মে আনার চেষ্টা ক...