পোস্টগুলি

আগস্ট ১০, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ধাপে ধাপে Google AdSense ব্লগ প্রস্তুতি ও চেকলিস্ট

ছবি
  ধাপে ধাপে Google AdSense ব্লগ প্রস্তুতি ও চেকলিস্ট ✅ Google AdSense অনুমোদনের চেকলিস্ট ১. কনটেন্ট ও পোস্ট প্রতিটি পোস্টে ৫০০–৮০০ শব্দ থাকা উচিত। কনটেন্ট অবশ্যই মৌলিক এবং কপিরাইটমুক্ত হতে হবে। ব্লগে ১৫–২০টি মানসম্পন্ন পোস্ট থাকা ভালো। ২. ব্লগের নেভিগেশন ও ডিজাইন সহজে নেভিগেট করার মতো থিম ব্যবহার করুন। মেনু, হেডার, ফুটার ঠিকমতো সেট করুন। মোবাইল রেসপন্সিভ থিম ব্যবহার করুন। ৩. প্রয়োজনীয় পেজ যোগ করুন 📄 About Page: ব্লগ ও লেখকের পরিচিতি। 📧 Contact Page: যোগাযোগের তথ্য। 🔒 Privacy Policy: প্রাইভেসি পলিসি যুক্ত করুন। ⚖️ প্রয়োজনে Terms of Service পেজও যুক্ত করুন। ৪. কপিরাইট সমস্যা ও ছবি/ভিডিও চেক অন্যের ছবি/ভিডিও ব্যবহার করলে অনুমতি নিন। লাইসেন্সযুক্ত ছবি ব্যবহার করুন (যেমন Pixabay, Unsplash )। ৫. ব্লগের URL ও Settings পরীক্ষা ব্লগের URL সক্রিয় আছে কি দেখুন। HTTPS SSL প্রটোকল ব্যবহার করুন। ৬. AdSense অ্যাকাউন্টে পুনঃরায় সাবমিট AdSense অ্যাকাউন্টে লগইন করুন। ‘Sites’ থেকে আপনার ব্লগ পুনরায় সাবমিট ক...

ছোটবেলার স্মৃতিগুলো

ছবি
  ছোটবেলার স্মৃতিগুলো ছোটবেলার স্মৃতিগুলো নোয়াখালী জেলার মাহাতাবপুর গ্রামে ছিল আমার বাপদাদার ভিটেমাটি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পুরো সময়টা আমরা সপরিবারে গ্রামের বাড়িতেই ছিলাম। মুক্তিযুদ্ধের সময় আমি তখন ৮/৯ বছরের নাবালক শিশু। মুক্তিযুদ্ধ সংঘটিত হবার আগে এবং পরের সময়েও এ দেশে টাকার খুবই দাম ছিল, মানও ছিল। যাঁর-তাঁর কাছে এতো টাকা-পয়সা ছিল না। কথায় আছে, “যাঁর কাছে হাজার টাকা ছিল, তাঁর টাইটেল ছিল হাজারী।” আর যাঁর কাছে লক্ষ টাকা ছিল, তাঁকে লোকে বলতো “লাখপতি।” তখনকার সময়ে কোটিপতির তালিকায় এ দেশে কারোর নাম ছিল না বলেই মনে হয়। যাক সে কথা। আসি নিজের কথায়! নিজের কথা হলো, আমার ছোটবেলার কিছু সুখ-দুঃখের আনন্দের কথা। সেসব কথা মনে পড়লে আজও আমাকে কাঁদায়। এখনো যেকোনো পূজাপার্বণে ছোট ছেলে-মেয়েদের পূজোর আনন্দ উপভোগের সাজসজ্জা দেখে নিজের ছোটবেলার দিকে ফিরে তাকাতে হয়। নোয়াখালী জেলার মাহাতাবপুর গ্রামে ছিল আমার বাপদাদার ভিটেমাটি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পুরো সময়টা আমরা সপরিবারে গ্রামের বাড়িতেই ছিলাম। মুক্তিযুদ্ধের সময় আমি তখন ৮/৯ বছরের নাবালক শিশু। আমি ছোট থাকতে দেখেছি, আমাদের গ্রামে দুর...