জীবন থাকতেও ফেসবুক মৃত্যুর পরও ফেসবুক

লেখার শিরোনাম দেখে হয়তো অনেকেই ভাবছেন, "জীবন থাকতেও ফেসবুক, মৃত্যুর পরও ফেসবুক", তা কী করে হয়? হ্যাঁ, সত্যি তা-ই হয়! কীভাবে হতে পারে তা নিজে ভাবার আগে দয়া করে আমার আজকের এই লেখাটা মনোযোগ সহকারে পুরোটা পড়ুন, তা হলেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন। তো চলুন, শুরু করা যাক! বন্ধুরা, বর্তমানে ফেসবুকে একটা আইডি নেই এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না৷ স্কুলের ছাত্র হোক, কলেজের ছাত্র হোক, চাকরিজীবী হোক যেকোনো পেশার লোকই হোক না কেন, ফেসবুকে একটা আইডি সবারই চাই চাই৷ এমনকি লেখাপড়া না জানা অনেক লোকও কিন্তু বর্তমানে ফেসবুকে পারদর্শী হয়ে উঠছে৷ তা কি আমি মিথ্যে বলছি? মোটেই না। যা বলছি, তা একশোতে একশো সত্য এবং বাস্তব! আমার দেখা এমন লোক আছে, নিজের নাম লিখতে কলম ভাঙে চারটে! ওই লোকও বর্তমানে ফেসবুক ব্যবহারকারী। তা-ও আবার তার ফ্রেন্ড লিস্টে হাজার চারেক ফ্রেন্ড! ওইসব ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানতে চাইলাম, "কীভাবে মেসেজ দেন? কীভাবে আপনার অনুভূতিগুলো বন্ধুদের জানান? কীভাবে অন্যের একটা ছবির উপর মন্তব্য করেন?" উত্তর পেলাম, "আরে বাবু এটা কোনো ব্যাপারই না! শুধু nice, good, good...