পোস্টগুলি

বিপদনাশিনী–দেবী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিপদনাশিনী ব্রতের মাহাত্ম্য: বিপদনাশিনী দেবী, ইতিহাস ও পালনের নিয়ম

ছবি
  বিপদনাশিনী ব্রত: কেন করা হয়, দেবীর ব্যাখ্যা, উদাহরণ ও পূজার নিয়ম বিপদনাশিনী ব্রত: উদ্দেশ্য, দেবীর ধারণা ও পূজার নিয়ম লোকবিশ্বাস, আঞ্চলিক প্রথা, উদাহরণ, করণীয়-নিষেধ ও ধাপে ধাপে ব্রতের সহজ রূপরেখা কেন করা হয়? ১) বিপদনাশিনী ব্রত—কেন ও কার জন্য “বিপদনাশিনী” শব্দের অর্থ—যিনি বিপদ/আশঙ্কা/সংকট নাশ করেন। তাই বিপদনাশিনী ব্রত মূলত পারিবারিক, ব্যক্তিগত বা সামাজিক বিপদ থেকে সুরক্ষা কামনায় করা হয়—যেমন অসুখ-বিসুখ, আর্থিক সংকট, ভ্রমণ-ঝুঁকি, সন্তানের মঙ্গল, বিচার-সংক্রান্ত দুশ্চিন্তা ইত্যাদি। মূল ভাবনা: শুচিতা, সংযম, প্রার্থনা ও দানের মাধ্যমে কল্যাণ কামনা—“বিপদ হরণ, মঙ্গল লাভ”। ২) ‘বিপদনাশিনী দেবী’ বলতে কী বোঝায়? “বিপদনাশিনী” অনেক সময় দেবী দুর্গা/কালী/চণ্ডী -র এক বিশেষ উপাধি রূপে উচ্চারিত হয়—অর্থাৎ দেবীর সেই দিক, যিনি সংকটমোচিনী। কোথাও কোথাও “ বিপদতারিণী ” বা “বিপদতারিণী কালী” নামে পূজা প্রচলিত; আবার কারও কারও অঞ্চলে “বিপদনাশিনী” নামেই স্মরণ করা হয়। ...