মৃত ব্যক্তির কাছে কিছু চাইলে কেন কিছু পাওয়া যায় না

মৃত ব্যক্তির কাছে কিছু চাইলে কেন কিছু পাওয়া যায় না | নিতাই বাবু মৃত ব্যক্তির কাছে কিছু চাইলে কেন কিছু পাওয়া যায় না মানুষের একটি প্রাচীন অভ্যাস হলো— মৃত ব্যক্তির সমাধি বা মাজারে গিয়ে প্রার্থনা করা, মানত করা বা কিছু চাওয়া । অনেকেই মনে করেন, মৃত ব্যক্তি তার আত্মিক শক্তি দিয়ে দয়া করতে পারেন কিংবা কোনো আশীর্বাদ দিতে পারেন। কিন্তু বাস্তব ও যুক্তির আলোকে দেখলে বিষয়টি একেবারেই ভিন্ন। একজন মৃত মানুষ আর কিছু করতে সক্ষম নন, কারণ তিনি ইতোমধ্যে জৈবিকভাবে ও শারীরিকভাবে অচল হয়ে গেছেন। 🔹 কেন মৃত ব্যক্তি কিছু দিতে পারেন না? মৃত্যুর পর দেহের সমস্ত কার্যক্ষমতা শেষ হয়ে যায়। কথা বলা, হাত বাড়ানো, দান করা—কোনোটাই আর সম্ভব হয় না। আশীর্বাদ বা দয়া করার ক্ষমতা জীবিতদের মধ্যেই সীমাবদ্ধ। মৃত কেবল স্মৃতি হয়ে থাকেন। প্রার্থনার প্রতিফল আসে সৃষ্টিকর্তার (ঈশ্বর/আল্লাহ/ভগবান) কাছে থেকে—কোনো মৃত ব্যক্তির মাধ্যমে নয়। 🔹 তবে মানুষ কেন মাজার বা সমাধিতে যায়? এখানে মূলত কয়েকটি কারণ কাজ করে: মানসিক ভরসা: বিপদে পড়লে মানুষ কোথাও না কোথাও ভরসা খুঁজতে চায়। সংস্কৃতির প্রভাব: বহ...