মৃত্যুর আগে কেন মানুষ ধন-সম্পদের মায়া ছাড়তে পারে না?

মৃত্যুর এক সেকেন্ড আগে কেন মানুষ ধন-সম্পদের মায়া ছাড়ে না? মৃত্যুর আগে মানুষ কেন টাকা-ধনের মায়া ছাড়তে পারে না? মনস্তত্ত্ব, সামাজিক প্রভাব, আধ্যাত্মিক ব্যাখ্যা ও বাস্তব উদাহরণ—সব দিক থেকেই বিশ্লেষণ। জীবনের শেষ মুহূর্তে কেউ যদি প্রশ্ন করে—“আমি কি সব কিছু সঙ্গে নিয়ে যাচ্ছি?” — উত্তরটা স্পষ্ট: না । মানুষের শরীর, সম্পদ ও সামাজিক মর্যাদা এ পৃথিবীতেই থেকে যায়। তবু অনেকেই মৃত্যুর ঠিক আগে পর্যন্ত ধন-সম্পদের প্রতি মায়া ছাড়তে পারেন না। এই 'আটকে থাকা' ঘটনার পেছনে কাজ করে মনস্তত্ত্ব, মূল্যবোধ, সামাজিক নিয়মানুবর্তিতা ও অজানা সম্পর্কে ভীতি — সব মিলিয়ে একটি জটিল মনস্তাত্ত্বিক নকশা। ১) অভ্যাসগত এবং সাইকোলজিক্যাল কারণ ছোটবেলা থেকেই আমরা ধন-সম্পদকে নিরাপত্তা, সম্মান ও সফলতার প্রতীক হিসেবে দেখি। এই ধারণা বহুকাল ধরে আমাদের অবচেতন মনে মজে থাকে। তাই মৃত্যুর গুরুত্ব উপলব্ধি করলেও সেই অভ্যাসগত মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। আত্মার ঠিক আগে তরতর করে জাগে অতীত অভ্যাসের প্রভাব—“আরেকটু রেখে গেলে ...