ধূমপানের ইতিহাস, ক্ষতি ও মুক্তির পথ | ধূমপান ত্যাগ করুন আজই

ধূমপানের ইতিহাস, প্রভাব ও মুক্তির পথ 🌿 ধূমপানের ইতিহাস, প্রভাব ও মুক্তির পথ 🟢 ধূমপানের ইতিহাস ও উৎপত্তি ধূমপান মানুষের জীবনে নতুন কোনো অভ্যাস নয়। এর শেকড় বহু পুরোনো— আমেরিকা মহাদেশে সূচনা (খ্রিস্টপূর্ব যুগে): দক্ষিণ ও মধ্য আমেরিকার আদিবাসীরা তামাকের পাতা শুকিয়ে আগুনে জ্বালিয়ে বা পাইপে টেনে ধোঁয়া গ্রহণ করত। তাদের বিশ্বাস ছিল—এটি আধ্যাত্মিক শক্তি জাগায় এবং দেবতার সঙ্গে যোগাযোগের মাধ্যম। ইউরোপে প্রবেশ (১৫শ শতক): ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেন, তখন সেখানকার স্থানীয়রা তামাক ব্যবহার করত। স্পেন ও পর্তুগালের নাবিকরা সেই তামাক ইউরোপে নিয়ে যায়। এশিয়ায় বিস্তার (১৬–১৭ শতক): পর্তুগিজ বণিকরা তামাক ভারত, চীন ও জাপানে নিয়ে আসে। ধীরে ধীরে এটি অভিজাত শ্রেণি থেকে সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে। 🟢 ধূমপানের নেশা ও ক্ষতিকর প্রভাব তামাকে প্রধান আসক্তি-সৃষ্টিকারী উপাদান হলো নিকোটিন । এটি মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিকের নিঃসরণ বাড়ায়, ফলে সাময়িকভাবে আনন্দ, শান্তি বা সতেজতা অনুভূত হয়। কিন্তু এর পরিণতি ভয়াবহ— শারীরিক ...